বিএনএ ডেস্ক: পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে রবিবার। শনিবার (২ এপ্রিল) রাতে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার ঘোষাণা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ ঘোষণা দেন।
পবিত্র মাহে রমজানের শেষে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদুল ফিতরে আনন্দ উপভোগে মুসলিমদের কাছে ছুটির গুরুত্বটাও অপরিসীম। সবার জানার আগ্রহ থাকে কত দিন হবে এবারের ঈদের ছুটি। প্রিয়জনদের সাথে সময় কাটাতে সবাই ঈদের ছুটির জন্য অপেক্ষা করে থাকেন।
ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, ২৯ এপ্রিল ২০২২ বা ২৭ রজমান পবিত্র জুমআতুল বিদা, একই দিনে পবিত্র শবে কদর। সেদিন থেকেই মূলত অঘোষিত ঈদের সরকারি ছুটি শুরু হবে। এরপর ৩০ এপ্রিল বা ২৮ রমজান শনিবার সেদিনও সরকারি ছুটি।
পরবর্তী মাসের প্রথম দিন পহেলা মে, অর্থ্যাৎ মে দিবস মানে সরকারি ছুটির দিন। ঈদ যদি ৩ এপ্রিল বা মঙ্গলবার হয় তাহলে ২ মে সোমবার থেকে ঈদের সরকারি ছুটি শুরু হবে। আর ঈদ যদি ৪ মে বুধবার হয় তাহলে পর দিন বৃহস্পতিবারও সরকারি ছুটির আওতায় পড়বে। যার ফলে তারপরের দুদিন অর্থ্যাৎ শুক্র-শনিবারও সরকারি ছুটি দিন।
ফলে ২৯ এপ্রিল শুক্রবার থেকে ৭ মে শনিবার পর্যন্ত টানা ৯ দিন দেশ ঈদুল ফিতরের সরকারি ছুটির মধ্যে থাকবে বাংলাদেশ।
এবার শবে কদর কবে?
জুমআতুল বিদা কবে?
চলতি বছর জুমআতুল বিদা (Jumatul Bida) ২৯ এপ্রিল শুক্রবার আর পবিত্র শবে কদর (Shab E Qadar) (২৭ রমজান শুক্রবার) একই দিন রাতে পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এবার ঈদ কবে, (কত তারিখ)
চলতি বছর রোজা ৩০টি পূর্ণ হলে মে মাসের ৪ তারিখ বুধবার পবিত্র ঈদুল ফিতর আর রোজা ২৯টি হলে ৩ মে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভবনা রয়েছে।
আরও পড়ুন : রমজানে রোজার নিয়ত,ইফতারের দোয়া,তারাবির নিয়ম-নিয়ত
বিএনএ/ এ আর