বিএনএ, ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা বিএফডিসিতে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের রায়ের পর এমন পরিস্থিতি বিরাজ করছে।
হাইকোর্টের রায়ের পর বুধবার (২ মার্চ) বিকেলে এফডিসিতে আসেন জায়েদ খান। এরপরই বিএফডিসিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তালা মারা থাকায় শিল্পী সমিতির অফিস কক্ষে প্রবেশ করতে পারেননি সাধারণ সম্পাদক জায়েদ খান।
পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার (২ মার্চ) বিকেলে নিজ প্যানেলের কর্মীদের নিয়ে এফডিসিতে আসেন জায়েদ খান। এ সময় সেখানে নিপুণ আক্তারও অবস্থান করছিলেন। ফলে দু’পক্ষের কর্মীদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে। জায়েদ খান এফডিসিতে আসলেও, তালা মারা থাকায় শিল্পী সমিতির অফিস কক্ষে প্রবেশ করতে পারেননি। এছাড়া নিপুণ-জায়েদ খান পক্ষ-বিপক্ষের সমর্থকদের নানা রকম স্লোগান দিতে শোনা যায়। অনেকে এফডিসিজুড়ে জটলা পাকায়। এরপরই সন্ধ্যায় ঝটিকা অভিযান চালান তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। পুলিশ সদস্যরা লাঠি নিয়ে ধাওয়া শুরু করে নিপুণ-জায়েদ খান পক্ষ-বিপক্ষ অনুসারীদের।
এ প্রসঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল কালাম জানান, এফডিসি তেজগাঁও শিল্পাঞ্চল থানার অধীনে। এটি কেপিআই ভুক্ত এলাকা। তাই নিয়মিত ডিউটি হিসেবেই অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে জায়েদ খানের পক্ষ থেকে জানা যায়, তিনি হাইকোর্টের রায়ের কপি হাতে নিয়ে সমিতির তালা ভাঙবেন। অন্যদিকে নিপুণ জানালেন, তিনি লড়াই চালিয়ে যাবেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।
বিএনএ/এমএফ
Total Viewed and Shared : 1 83 , 83 views and shared