চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তার নয় জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর ফলে সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের বসতে আর কোনও বাঁধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালত থেকে রায় পেয়ে একইদিন বিকেলে নায়ক জায়েদ খান সমর্থকদের নিয়ে গেলেন এফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে।
এফডিসিতে ঢুকেই জায়েদ খান মুখোমুখি হন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের সাথে।
আরও পড়ুন : হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবেন নিপুন
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা জারি
বিএনএনিউজ২৪, আর আর খান