26 C
আবহাওয়া
২:৩৮ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের গোলাগুলিতে আহত ২

রাজধানীতে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের গোলাগুলিতে আহত ২


বিএনএ,ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের গোলাগুলিতে দুজন আহত হয়েছে। গুলিবিদ্ধ জিলানী (৫৫)ও শুভকে (১৭)  আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে হাতিরঝিল থানার উলন পুরাবাড়ি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘উলন এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।

তিনি জানান, গুলিবিদ্ধ দুজন পথচারী ছিলেন বলে জানা গেছে। তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গুলিবিদ্ধ জিলানীর ছেলে সাইফুল হাসপাতালে জানান ,আমার বাবা উলন পুরাবাড়ি এলাকায় কলা বিক্রি করেন। রাত ১০টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা গুলি ছুড়লে আমার বাবা গুলিবিদ্ধ হয়। পাশে থাকা শুভ নামে আরও একজন গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আমার বাবা ও শুভকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।কে বা কারা গুলি চালিয়েছে তা জানাতে পারেননি শুভ।

তিনি জানান, জিলানীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কমলপুর এলাকায়। আর শুভর বাড়ি শরীয়তপুর জেলার ডামুডা উপজেলার কাচিকাটা এলাকায়।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উলন এলাকা থেকে দুই জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে তারা চিকিৎসাধীন। কি কারণে গোলাগুলি হয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ