38 C
আবহাওয়া
৫:৩৯ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীর বিমানযাত্রীদের প্রতি অনুরোধ

রাজধানীর বিমানযাত্রীদের প্রতি অনুরোধ

মরক্কোর যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

ঢাকা:  বিশ্ব ইজতেমার কারণে  সড়কে যানজটের আশঙ্কায় বিমান যাত্রীদের বাসা থেকে হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি)  আমবয়ানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীতে শুরু হয়েছে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দেশের এয়ারলাইন্সগুলো তাদের যাত্রীদের এসএমএস ও ইমেইলের মাধ্যমে এ তথ্য জানায়।

বলা হয়, ২-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার কারণে সড়কে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। সবাইকে বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে হাতে যথেষ্ট সময় রেখে আগেই রওনা হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

তাছাড়া শুক্রবার ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার নামাজ। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব। এই পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জোবায়েরের অনুসারীরা।

শুক্রবার সকাল ১০ টার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে ইজতেমার মাঠ। ইতোমধ্যে দেশ-বিদেশের লাখো মুসলিম জনতার পদচারণায় মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ তীর। তাদের আগমন অব্যাহত রয়েছে।

বিএনএ,এসজিএন/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ