18 C
আবহাওয়া
৭:০০ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » চালু হলো থাইল্যান্ডের ই-ভিসা

চালু হলো থাইল্যান্ডের ই-ভিসা

চালু হলো থাইল্যান্ডের ই-ভিসা

বিএনএ,ঢাকা: বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য চালু হলো থাইল্যান্ডের ই- ভিসা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে ই-ভিসা সুবিধা চালু করেছে দেশটি।

থাইল্যান্ড দূতাবাস জানিয়েছে, বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবে। আবেদনের ১০ দিনের মধ্যে ই- ভিসা ই-মেইলে পাঠানো হবে। এই ভিসা নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করা যাবে।

সুত্র জানায়, অনলাইনে থাইল্যান্ডের ভিসা নেওয়ার জন্য প্রথমে নিজের একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আবেদন ফর্মপূরণ করতে হবে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। ক্যাটাগরি অনুযায়ী ভিসা ফি ও অনলাইনে দিতে হবে। আবেদন সাবমিট করার পর ১০ দিনের মধ্যেই ই-মেইলে চলে আসবে ভিসা। থাইল্যান্ড ভিসা নেওয়ার জন্য যেতে হবে এই লিংকে https://www.thaievisa.go.th/

এর আগে ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীদের ই-ভিসা চালু করেছে থাইল্যান্ড। ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।

থাইল্যান্ড ই-ভিসা সুবিধা ইতোমধ্যে তাদের ৬৯টি দূতাবাসে চালু করেছে।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার তিতাসের অভিযানে আরও ৮শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রিসার্চ ছাড়া ফুড রিলেটেড প্রজেক্ট লঞ্চ করা যাবে না--উপদেষ্টা শারমীন শ্রম মন্ত্রণালয়ের ২১০ কর্মকর্তা-কর্মচারী একযোগে বদলি সাংবাদিক শিল্পীর পরিবারকে অবরুদ্ধ, বিচার দাবি সিএমইউজের একুশে পদকপ্রাপ্তদের গ্রুপ ফটোসেশনের রেওয়াজ পরিবর্তন হচ্ছে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা মন্ত্রণালয়ে বিবৃতি জুলাই বিপ্লবের চেতনা সবার মাঝে জাগ্রত রাখতে হবে-পার্বত্য উপদেষ্টা বায়ুদূষণ ও পলিথিন বিরোধী অভিযান: ৪০ লাখ টাকা জরিমানা