19 C
আবহাওয়া
৩:৪৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পশ্চিমতীরে চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

পশ্চিমতীরে চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

পশ্চিমতীরে চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

বিশ্ব ডেস্ক: ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে সোমবার(১ জানুয়ারি ২০২৪) মধ্য গাজার দেইর এল-বালাহে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছে। এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনা অভিযান চলাকালে অন্তত চার ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে। আল জাজিরা।

মঙ্গলবার(২ জানুয়ারি ২০২৪) সকালে আল জাজিরার খবরে বলা হয়,

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২১ হাজার ৯৭৮জন জন নিহত এবং৫৭ হাজার৬৯৭ জন আহত হয়েছে। 7 অক্টোবরের হামাসের হামলায় ইসরায়েলে সংশোধিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৩৯জন।

সিরিয়ায় ইসরায়েলি হামলা

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা (SANA) জানিয়েছে যে ইসরায়েল মঙ্গলবার সে দেশের রাজধানী  দামেস্ক শহরের উপকণ্ঠে অবস্থানগুলিকে লক্ষ্য করে  ভোরে বিমান হামলা চালিয়েছে। এতে বেশ কিছু বস্তুগত ক্ষতি হয়েছে।

সিরিয়ার সামরিক বাহিনী বলেছে যে গোলান মালভূমির দিক থেকে হামলা চালানো হয়েছিল, SANA রিপোর্ট করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী এর আগে বলেছিল যে সিরিয়ার ভূখণ্ড থেকে উত্তর ইসরায়েলের দিকে হামলা চালানোর পরে তারা সিরিয়ার সাইটগুলিতে আঘাত করেছে।

আহত ব্যক্তির মাথায় লাথি

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিও ফুটেজে ক্যাপচার করা হয়েছে ইসরায়েলি সৈন্যরা পশ্চিতীরের কাল্কিলিয়ায় মাটিতে পড়ে থাকা অবস্থায় একজন আহত ফিলিস্তিনি ব্যক্তির মাথায় লাথি মারছে।

ফিলিস্তিনি চিকিৎসাকর্মীরা বলছেন, আহতদের কাছে পৌঁছানোর চেষ্টা করার সময় ইসরায়েলি বাহিনী তাদের একটি রোগীবাহি গাড়িতে হামলা করেছে।

বয়কট করবে না

এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে দেশটি আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার দ্বারা শুরু করা কার্যক্রম “বয়কট করবে না”।

এমন খবর “মিথ্যা”

টনি ব্লেয়ার ইনস্টিটিউট বলেছে যে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গাজা থেকে উদ্বাস্তুদের পুনর্বাসনের ইসরায়েলি পরিকল্পনায় সহায়তা করবেন এমন খবর “মিথ্যা”।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ