20 C
আবহাওয়া
১২:৫৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » রামপুরায় বাসে অগ্নিসংযোগ, ২ মামলায় আসামি ৮০০

রামপুরায় বাসে অগ্নিসংযোগ, ২ মামলায় আসামি ৮০০


বিএনএ, ঢাকা : রাজধানীর রামপুরায় বাসচাপায় মাঈনুদ্দিন ইসলাম নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলা করা হয়েছে। মামলা দুটিতে অজ্ঞাত ৮০০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার পুলিশ বাদী হয়ে রামপুরা থানায় মামলা দুটি করে।

রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বাসচাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহত হওয়ার পর উত্তেজিত জনতা কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। একটি মামলায় ২৫০ থেকে ৩০০ জন এবং অপরটিতে ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এছাড়া নিহত শিক্ষার্থীর মা রাশেদা বেগম বাদী হয়ে নিরাপদ সড়ক আইনে একটি মামলা করেছেন। এ মামলায় অনাবিল পরিবহণের বাসচালককে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান ‍ওসি।

প্রসঙ্গত, সোমবার (২৯ নভেম্বর) রাতে দু’বাসের প্রতিযোগিতায় মাঝখানে পড়ে অনাবিল বাসের চাপায় সড়কেই নিহত হয় মাইনুদ্দীন। এরপরই রামপুরায় শুরু হয় আন্দোলন। ওই রাতেই সড়কে ৮ গাড়িতে আগুন ও ৩টি গাড়ি ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং সাধারণ জনতা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ