প্রবাস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে ভিসা ছাড়া বসবাসরত প্রবাসীরা আরও দুই মাস বৈধতার সুযোগ পাচ্ছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস ও পোর্ট সিকিউরিটি (আইসিপি) এ তথ্য প্রকাশ করেছে।
দেশটির সরকার ১ সেপ্টেম্বর থেকে ভিসা ছাড়া বসবাসরত প্রবাসীদের জন্য দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল। এই ক্ষমার পূর্ব নির্ধারিত তারিখ আজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কর্তৃপক্ষ এখন এই সময়সীমা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে। খবরটি প্রকাশ করেছে দেশটির জনপ্রিয় পত্রিকা খালিজ টাইমস।
সাধারণ ক্ষমার আওতায় অবৈধ প্রবাসীরা বৈধতার সুযোগ পাচ্ছেন। যারা আগে আমিরাতে রেসিডেন্স ভিসায় ছিলেন কিন্তু বর্তমানে অবৈধ অবস্থায় আছেন, তারা নতুন ‘স্পন্সর’ খুঁজে বৈধ হওয়ার সুযোগ পাবেন। এছাড়া, বিনা জেল, জরিমানা বা নিষেধাজ্ঞা ছাড়াই আমিরাত ত্যাগ করারও সুযোগ রয়েছে।
বিএনএনিউজ২৪, এসজিএন