24 C
আবহাওয়া
১২:২৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাউজানে গৃহবধূকে হত্যার অভিযোগ

রাউজানে গৃহবধূকে হত্যার অভিযোগ

রাউজানে গৃহবধূকে হত্যার অভিযোগ

বিএনএ, রাউজান: চট্টগ্রামের রাউজানে নূরজাহান আকতার মনি (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার (১ অক্টোবর) দুপুরে ওই নারীকে হত্যা করা হলেও জানাজানি হয় সন্ধ্যায়।

খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

অভিযুক্ত স্বামী মো. এনাম (২২) উপজেলার হলদিয়া ইউনয়িনরে ৯নম্বর ওয়ার্ডের জানিপাথর এলাকার জাবেদ আলীর ছেলে। তাদের ৯ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।

জানা যায়, গত ৪ বছর আগে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের হাসান আলীর কন্যা নূরজাহান আকতার মনির সাথে প্রেমের সর্ম্পক হয় এনামের সাথে। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। কলহের জের ধরে হত্যা করতে পারে বলে ধারণা স্থানীয়দের।

আরও পড়ুন: বোয়ালখালীতে সড়ক দখল করায় জরিমানা গুণলেন ১০ ব্যবসায়ী

এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জানান, আমাকে বিষপান করে গৃহবধূ মনি আত্মহত্যা করেছে বলে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে গৃহবধূ মনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

বিএনএনিউজ/ শফিউল আলম/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি: উপদেষ্টা আসিফ ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা তৃতীয় বর্তমান সময়ে সাংবাদিকদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ---তথ্য উপদেষ্টা রাজধানীতে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান মন্ত্রিপরিষদ সচিবের ভাইয়ের নামে বরাদ্দকৃত বনভূমির বরাদ্দ বাতিল হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে প্রতিশ্রুতি ৪৪তম বিসিএস-এর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ খসড়ার চূড়ান্ত অনুমোদন