বিএনএ, ঢাকা: রাজধানীর বিমানবন্দর কবরস্থানের পাশে রেললাইনে ট্রেনের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর।
নিহত রফিকুলের বাড়ি পাবনার ঈশ্বরদী এলাকায়। রাজশাহীতে একটি সরকারি প্রতিষ্ঠানে মেইল মোটর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন তিনি। চাকরির সুবাদে তিনি সেখানেই থাকতেন।
আরও পড়ুন: শার্শায় ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্ত গ্রেপ্তার
সুনীল চন্দ্র সূত্রধর জানান, অফিসের কাজের জন্য ২-১ দিন আগে ঢাকায় আসেন রফিকুল। আজ বনানী কবরস্থানের পাশে রেললাইন দিয়ে মোবাইল ফোনে কথা বলতে হাঁটছিলেন। এ সময় সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিএনএনিউজ/বিএম