37 C
আবহাওয়া
৫:৫৮ অপরাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » সাগরে সুস্পষ্ট লঘুচাপ,৩ নম্বর সতর্কসংকেত

সাগরে সুস্পষ্ট লঘুচাপ,৩ নম্বর সতর্কসংকেত

সাগরে সুস্পষ্ট লঘুচাপ,৩ নম্বর সতর্কসংকেত

বিএনএ ডেস্ক :  উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর পর বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার(১ অক্টোবর) লঘুচাপের প্রভাব ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী এক সপ্তাহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে । এ ছাড়া টাঙ্গাইল, বগুড়া, পঞ্চগড়সহ পাঁচ জেলা এবং দুই বিভাগে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এ দিকে লঘুচাপের কারণে সাগর উত্তাল হয়ে ওঠায়  ইলিশ আহরণ ফের বন্ধ হয়ে গেছে। প্রবল ঢেউয়ে টিকতে না পেরে ইলিশ আহরণে নিয়োজিত ট্রলারগুলো শুক্রবার সকাল থেকে সাগর ছেড়ে নিরাপদে ফিরতে শুরু করে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ৩ অক্টোবর থেকে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়বে। ৩ ও ৪ অক্টোবর সারা দেশে ভারি বৃষ্টি হতে পারে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ