বিএনএ, ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ীর বাসায় বাথরুমে বালতির পানিতে পড়ে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ অক্টোবর) দুপুর ১টার দিকে যাত্রাবাড়ীর দক্ষিণ কাজলা এলাকায় এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুর বাবা নাজমুস সাকিব জানান, শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন, এসময় শিশুটি বাথরুমে ঢুকে খেলতে খেলতে বালতি ভর্তি পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরে বাথরুমে গিয়ে দেখি আমার ছেলে পানির বালতির মধ্যে পড়ে রয়েছে।
তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএনএ / আজিজুল, এমএফ
Total Viewed and Shared : 153