21 C
আবহাওয়া
২:৩০ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » করোনার বিশ্ব পরিস্থিতি, ২৪ ঘন্টায় কমেছে মৃত্যু

করোনার বিশ্ব পরিস্থিতি, ২৪ ঘন্টায় কমেছে মৃত্যু

বিশ্বে করোনায় মৃত্যু আরও বেড়েছে

বিএনএ বিশ্ব ডেস্ক: মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ৭ হাজার ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৭ লাখ ৯৭ হাজার ১৪৬ জন।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৯৬৩ জন। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ৪৫ লাখ ৫১ হাজার ২০৫ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২১ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৯৪১ জন। শুক্রবার (১ অক্টোবর ) এসব তথ্য জানিয়েছে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার।

সংস্থাটির তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৪৩ লাখ ১৪ হাজার ৪২৪ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ১৬ হাজার ৮৪৭ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন। আর এখন পর্যন্ত মোট ৪ লাখ ৪৮ হাজার ৩৭২ জনের মৃত্যু হয়েছে ।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত  ২ কোটি ১৪ লাখ ২৭ হাজার ৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৮০০ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৭৮ লাখ ৭ হাজার ৩৬ জন। এর মধ্যে এক লাখ ৩৬ হাজার ৬৬২ জন মারা গেছেন ।

পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত ৭৫ লাখ ১১ হাজার ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৭ হাজার ২৫৫ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, ফ্রান্স সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং কলম্বিয়া দশম অবস্থানে রয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ