19 C
আবহাওয়া
৩:২৭ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » জ্ঞান ফিরে জানলেন তিনি মৃত, চাকুরিও নেই!

জ্ঞান ফিরে জানলেন তিনি মৃত, চাকুরিও নেই!

জ্ঞান ফিরে জানলেন তিনি মৃত, চাকুরিও নেই!

বিএনএ, আন্তর্জাতিক ডেস্ক: রুবেন কিমুতাই লেন। কেনিয়ার এক পুলিশকর্মী। দূর্ঘটনা আহত হয়ে হাসপাতালের আইসিও  হয়ে  লাইফ সাপোর্টে চলে যান। দূর্ঘটনার খবরটি তার স্বজনরা জানতে পারলেও তাকে  খুঁজে পাননি কোথাও।  এমনকি মর্গেও গিয়েছিলেন তারা।  সবাই ধরে নিয়েছিল তিনি মারা গেছেন। খবরটি চলে যায় পুলিশ বিভাগে। পুলিশের খাতায় রুবেন কিমুতাই লেনকে মৃত দেখানো হয়।

কিন্তু  লাইফ সাপোর্টের কোমায় ৯ মাস অজ্ঞান ছিলেন রুবেন কিমুতাই লেন। ৯ মাস পর তিনি চেতনা ফিরে পান। শাররিকভাবে সুস্থ হয়ে ওঠেন। পরে জানতে পারেন পুলিশ তাকে মৃত ঘোষণা করেছে। সেকারণে তিনি চাকুরিটাও হারিয়েছেন।

 উল্লেখ,  পুলিশকর্মী রুবেন কিমুতাই লেন মারা গেছেন ভেবে নিয়েই চাকরি থেকে সরানো হয়েছিল তাঁকে। আর সেই রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়েছিলেন তাঁর সহকর্মীরাই। যদিও মারা যাওয়ার কোনও প্রমাণ পুলিশ বিভাগের হাতে ছিল না। এমনকি মৃত পুলিশকর্মীর দেহও খুঁজে পাননি তাঁরা। ৯ মাস কোমায় থাকাকালীন  রুবেন এর মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

বিএনএ নিউজ/ এসজিএন/ওয়াইএইচ

Loading


শিরোনাম বিএনএ