বিএনএ ডেস্ক: চিরকুট লিখে মায়ের কাছে ক্ষমা চেয়ে আত্মহত্যা করেছেন এক অভিনেত্রী। মাকে তিনি লিখেছেন, আমার মৃত্যুর জন্য আমিই দায়ী। আমাকে ক্ষমা কোরো। আমি কথা দিয়েছিলাম জীবনে কখনো এমন বোকার মতো কাজ করব না। কিন্তু আমার আর কিছুই করার ছিল না। ভেতরে ভেতরে আমি শেষ হয়ে গিয়েছিলাম।
ভারতের কন্নড়ের টেলিভিশনের অভিনেত্রী সৌজন্যের মরদেহ বৃহস্পতিবার বেঙ্গুলুরু থেকে উদ্ধার করা হয়। তার মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটে ২৫ বছর বয়সী ওই অভিনেত্রী নিজের আত্মহত্যার কারণ বলে গেছেন।
তার বাড়ি কন্নড়ের কোদাগু জেলায়। কিন্তু তিনি বেঙ্গালুরুতেই থাকতেন। চার পৃষ্টার ওই চিঠিতে তিনি বার বার মা-বাবার পাশাপাশি পরিবারের অন্য সদস্য ও বন্ধুদের কাছেও ক্ষমা চেয়েছেন।
বিএনএ/ওজি