25 C
আবহাওয়া
৫:৪৪ পূর্বাহ্ণ - মে ১২, ২০২৪
Bnanews24.com
Home » বরিশালে এক মাসে ডেঙ্গুতে ২৯ জনের মৃত্যু

বরিশালে এক মাসে ডেঙ্গুতে ২৯ জনের মৃত্যু

আরও ৪৬ ডেঙ্গু রোগী হাসপাতালে

বিএনএ, বরিশাল: ডেঙ্গু আক্রান্তে বরিশালে গত এক মাসে ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৮ হাজার ৪৬৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪০৭ জন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

এই কর্মকর্তা জানান, গত এক মাসে বিগত সময়ের চেয়ে দ্বিগুণ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসব রোগীদের অনেকেই ট্রাভেল পেশেন্ট। তারা অন্যান্য জায়গা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত এক মাসে যে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মধ্যে ১৯ জন বরিশাল জেলার বাসিন্দা। এছাড়া ভোলার পাঁচজন, পিরোজপুরের তিনজন ও বরগুনার দুজন।

এদিকে গত এক মাসে সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল জেলায়। এখানে তিন হাজার ৯২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এছাড়া পটুয়াখালিতে এক হাজার ৮৯৬ জন, পিরোজপুরে এক হাজার ৫১৮ জন, ভোলায় ৯৯৩ জন, বরগুনায় ৭৬৮ জন ও ঝালকাঠিতে ১৯৮ জন।

সূত্র আরও জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৩ হাজার ৭৬৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৭০ জন। ৬ জেলার বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি রয়েছেন ৮৫৫ জন

প্রসঙ্গত, চলতি বছর থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন। এরমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, ভোলায় সাত জন, বরগুনায় তিনজন ও পিরোজপুরে তিনজন। গত এক মাসে বিগত সময়ের চেয়ে দ্বিগুণ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিএনএ/কাজল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ