30 C
আবহাওয়া
৭:৪৫ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » উপ-নির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে

উপ-নির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর

ঢাকা, ৩১ আগস্ট ২০২২ : বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহীদের আবেদন পত্র সংগ্রহের আহবান জানানো হয়েছে।

এছাড়াও ৬১টি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য আগামী ৪ সেপ্টেম্বর রোববার থেকে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত (প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা) পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে।

দলের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে। সংশ্লিষ্ট নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোন প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে।

আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার  বিকাল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে। প্রেসবিজ্ঞপ্তি।

বিএনএ,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ