31 C
আবহাওয়া
৩:০৭ অপরাহ্ণ - মে ৭, ২০২৪
Bnanews24.com
Home » জাতীয় সংসদের ১৪তম অধিবেশন শুরু আজ

জাতীয় সংসদের ১৪তম অধিবেশন শুরু আজ

জাতীয় সংসদের ১৪তম অধিবেশন শুরু আজ

বিএনএ ঢাকা: আজ পহেলা সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের ১৪তম অধিবেশন বসছে । বিকেল ৫টায় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হবে। এবারের অধিবেশন চলবে মাত্র চার কার্যদিবস।

করোনার কারণে এবারও মানা হবে কঠোর স্বাস্থ্যবিধি। সংক্ষিপ্ত এই অধিবেশনে করোনার কারণে ৩রা সেপ্টেম্বর শুক্রবারও বৈঠক বসবে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় বসবে অধিবেশন।

এছাড়াও  ২ ও ৪ঠা সেপ্টেম্বর বেলা ১১টায় সংসদ অধিবেশন বসবে। করোনার কারণে তাড়াতাড়ি অধিবেশন শেষ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আসন্ন অধিবেশনটি হবে চলতি বছরের চতুর্থ অধিবেশন।

প্রথম দিন শোক প্রস্তাব গ্রহণের পরপরই অধিবেশন মুলতবি হয়ে যাবে। চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যুতে অধিবেশন শুরুর পরপরই মুলতবি ঘোষণার রেওয়াজ রয়েছে। সাবেক ডেপুটি স্পিকার ও কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ ৩০ জুলাই মারা যান। তার প্রতি সম্মান জানিয়ে অধিবেশন মুলতবি করা হবে।

এবারের অধিবেশন সংক্ষিপ্ত হলেও একাধিক গুরুত্বপূর্ণ বিল নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে। নতুন তিনটি বিলসহ ১৫টি বিল নিষ্পত্তির জন্য রাখা হয়েছে।

গত ৩ জুলাই শেষ হয়েছিল চলতি সংসদের ১৩তম অধিবেশন, যেটি ছিল বাজেট অধিবেশন। করোনার প্রাদুর্ভাবের মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে স্বাস্থ্যবিধি মেনে গত কয়েকটি অধিবেশন বসেছে।

জাতীয় সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ১৬ আগস্ট অধিবেশন আহ্বান করেছিলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ