বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফিদেল রামোস মারা গেছেন। সোমবার (১ আগস্ট) সাবেক এই প্রেসিডেন্টের দীর্ঘদিনের সহযোগী নরম্যান লেগাস্পি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা।
নরম্যান লেগাস্পি বলেন, ফিদেল রামোস মাকাটি মেডিকেল সেন্টারে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ ও ডিমেনশিয়ায় ভুগছিলেন।
সাবেক একনায়ক ফার্দিনান্দ মার্কোসের (সিনিয়র) শাসনামলে রামোস (৯৪) নিরাপত্তা বাহিনীর উচ্চ-পদে ছিলেন।
পরবর্তীতে তিনি ফার্দিনান্দ মার্কোসকে ক্ষমতাচ্যুত করার জন্য জাতীয় বীরের মর্যাদা পান। তার নেতৃত্বে জাতীয় পুলিশ বাহিনী বিদ্রোহ করে, যার ফলে ১৯৮৬ সালে মার্কোসের সরকারের পতন হয়।
পরবর্তী জীবনে ‘নেভানো চুরুট’ হাতে নিয়ে ছবি তোলার জন্য খ্যাতি অর্জনকারী রামোস ১৯৯২ সালে পিপল পার্টি দলের নেতা কোরাজন আকুইনোকে পরাজিত করে দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। রামোসের আমকে শান্তি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য স্মরণ করা হয়।
তার মৃত্যুতে বিশেষভাবে শোক প্রকাশ করেছেন মার্কোস সিনিয়রের ছেলে ফিলিপিন্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। দুঃখ প্রকাশ প্রেসিডেন্টের অফিস থেকে বিবৃতিও দেয়া হয়েছে।
ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বলেন, ‘এই দুঃখের দিনে, ফিলিপাইনের মানুষের বিষাদের সঙ্গে আমাদের পরিবার একাত্মতা ঘোষণা করছে। আমরা শুধু একজন ভালো নেতাকেই হারাইনি, বরং পরিবারের একজন সদস্যকেও হারিয়েছি।’
বিএনএনিউজ/এইচ.এম।