16 C
আবহাওয়া
৯:০৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ব্যাংক হলিডে আজ, বন্ধ থাকবে শেয়ারবাজারও

ব্যাংক হলিডে আজ, বন্ধ থাকবে শেয়ারবাজারও

bank

বিএনএ ডেস্ক: প্রতিবছরের মতো আজ ১ জুলাই ব্যাংক হলিডে। ফলে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ব্যাংকে লেনদেন হবে না। বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। ২০২৪ সালের অর্ধবার্ষিক হিসাব বিবরণী চূড়ান্ত করার জন্য আজ ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু শাখা খোলা থাকবে। তবে গ্রাহক পর্যায়ে কোনো লেনদেন হবে না।

ষান্মাসিক ও বার্ষিক হিসাব বিবরণী প্রস্তুতের জন্য প্রতিবছরের ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালিত হয়। ব্যাংক হলিডের দিন বাংলাদেশ ব্যাংক বা গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করে না ব্যাংকগুলো।

ব্যাংকাররা জানান, ব্যাংকগুলো ৩০ জুন ভিত্তিক অর্ধবার্ষিক আর্থিক হিসাব বিবরণী এবং ৩১ ডিসেম্বর ভিত্তিক বার্ষিক আর্থিক হিসাব বিবরণী প্রস্তুত করে। বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্র করে বিবরণী তৈরি করা হয়।

যেহেতু সারা বছরের হিসাব বিবরণী চূড়ান্ত করার বিষয় থাকে, যে কারণে বছরের এ দু’দিন ব্যাংক হলিডে পালিত হয়। এর মাধ্যমে বছরের হিসাব ক্লোজ করা হয়। যদিও নিরীক্ষিত বার্ষিক বিবরণী চূড়ান্ত করতে অনেক সময় লাগে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ