29 C
আবহাওয়া
৯:১১ পূর্বাহ্ণ - মে ১৬, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ামিতে ভবন ধসে ১৬ মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ১৪০ জন 

মিয়ামিতে ভবন ধসে ১৬ মৃতদেহ উদ্ধার, নিখোঁজ ১৪০ জন 


বিএনএ, বিশ্ব ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ধসে যাওয়া বহুতল ভবনটির ধ্বংসস্তূপ থেকে বুধবার রাতভর অভিযান চালিয়ে আরও চারজনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ১৪০ জনের খোঁজ মিলেনি।

ভবন ধসের অষ্টম দিনে বৃহস্পতিবারও উদ্ধার অভিযান চলছে। আটকে পড়াদের জীবিত উদ্ধারের আশায় অত্যন্ত সাবধানে চলছে উদ্ধার অভিযান।

মায়ামির সাগর তীরবর্তী সার্ফসাইড এলাকায় চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথ নামের ১৫৬ ইউনিটের ১২তলা অ্যাপার্টমেন্ট ভবনটির বড় একটি অংশ স্থানীয় সময় গত বৃহস্পতিবার ধসে পড়ে। ঘটনার সময় ভবনটির অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন।

উদ্ধারকর্মীরা বলছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভবনটির নিখোঁজ বাসিন্দাদের জীবিত উদ্ধারের আশাও ক্ষীণ হয়ে আসছে।

ভবনের তলাগুলো ধসে পড়ে কেকের স্তরের মতো একটি ওপর আরেকটি স্তূপীকৃত হয়ে আছে। ওই ধ্বংসস্তূপ সরালে ভেতরে চাপা পড়া অনেক মৃতদেহ মিলবে বলে উদ্ধারকর্মীদের ধারণা।

কর্মকর্তারা জানিয়েছেন, স্তূপীকৃত তলাগুলোর ফাঁকফোকরে বাতাস আছে এমন কোনো জায়গায় উদ্ধারকারীরা জীবিত কাউকে খুঁজে পেতে পারেন এমন আশা এখনও আছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ