14 C
আবহাওয়া
১০:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে করোনায় মৃত্যু ও সংক্রমণ কিছুটা কমেছে

ভারতে করোনায় মৃত্যু ও সংক্রমণ কিছুটা কমেছে

ভারতে করোনায় গত ২৪ ঘণ্টায় ৩৪০৩ জনের মৃত্যু

বিএনএ, বিশ্বডেস্ক : টানা ৩৭ দিন পর ভারতে করোনায় দৈনিক মৃত্যু তিন হাজারের নিচে নেমেছে। সোমবার দেশটিতে মারা গেছে দুই হাজার সাতশ ৮২ জন। এ নিয়ে মোট মৃত্যু তিন লাখ ৩১ হাজার ছাড়িয়েছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রায় ৩০ লাখ করোনা পরীক্ষা করা হয়। এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬৯৮। এতে শনাক্তের হার টানা পাঁচ দিন ১০ শতাংশের নিচে রয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, চলতি বছরের ডিসেম্বর নাগাদ তারা ১০৮ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করছে। এ জন্য টিকা আমদানির সম্ভাবনা যাচাই করে দেখছে সরকার।

দেশটিতে করোনার সংক্রমণ ও মৃত্যুর যে হিসাব দেশটির সরকার দিচ্ছে, তার চেয়ে প্রকৃত সংখ্যা বেশি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তারপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ ও হরিয়ানা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ