বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ধান কাটার সময় বজ্রপাতে ওমর ফারুক রিফাত (১৭) নামে এক প্রান্তিক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এসময় আরও ৪ জন আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফারুক উপজেলার ১০ নম্বর পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
আহতরা হলেন-একই ইউনিয়নের কালা সোনার ছেলে মো. শরিফ উদ্দিন (১৭), ফরিদ উদ্দিনের প্রবাস ফেরত ছেলে মো. রুকন উদ্দিন (২৫), রাজা মিয়ার ছেলে নুরু মিয়া (১৯) ও তাজুল ইসলামের ছেলে মো. ওয়াজেদ (১৯)। এদের মধ্যে শরিফ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, রাঙ্গুনিয়া থেকে বজ্রপাতে আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ফারুক নামে একজনের মৃত্যু হয়। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে, একজনের অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানান তিনি।
বিএনএনিউজ/আমিন