28 C
আবহাওয়া
৪:১৭ পূর্বাহ্ণ - এপ্রিল ৩, ২০২৫
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে তানজিনা আকতার (২২) নামে ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ এপ্রিল) দুপুরে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ফুলগাজিয়া গ্রামে নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া তানজিনা ওই এলাকার মনজুর আলমের স্ত্রী। সে ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, দুপুর বারোটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাৎক্ষণিক গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত লাশটি উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল থেকে সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. লোকমান জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। কি কারণে ঘটনাটি ঘটেছে এখনো কিছু জানা যায়নি। তবে কারণ জানতে ভিকটিমের শ্বশুর বাড়ির পরিবার ও বাপের বাড়ির পরিবারের সঙ্গে কথা বলতেছি।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ