31 C
আবহাওয়া
১০:৩৯ অপরাহ্ণ - এপ্রিল ২, ২০২৫
Bnanews24.com
Home » মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৪

মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৪

দুর্ঘটনা

বিএনএ,ডেস্ক : মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে শিবচর-জাজিরা সীমান্তবর্তী কুতুবপুর সাহেববাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে।

তারা হলেন– শিবচর উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার, জাজিরার কলম ঢালীকান্দির বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী।

প্রত্যক্ষদর্শীরা জানান, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেববাজার এলাকার সড়কে বিপরীতমুখী বেপরোয়া দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে অপর দুই আরোহী মারা যান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ এ তথ্য নিশ্চিত করেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ