28 C
আবহাওয়া
১১:১৬ অপরাহ্ণ - এপ্রিল ১২, ২০২৫
Bnanews24.com
Home » রোজার নিয়ত করতে ভুলে গেলে করণীয় কী

রোজার নিয়ত করতে ভুলে গেলে করণীয় কী

রোজার নিয়ত করতে ভুলে গেলে করণীয় কী

বিএনএ, ইসলামিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু হলেও ভৌগোলিক কারণে আমাদের দেশে সিয়াম সাধনার মাস শুরু হয়নি এখনও। তাই রমজানের আগেই রোজা পালনের নিয়মকানুনগুলো ঝালিয়ে নিচ্ছেন মুসল্লিরা। রোজার রাখার সর্বপ্রথম যে কাজ সেটি হচ্ছে নিয়ত। প্রত্যেক আমল নিয়াতের ওপরই নির্ভর করে। তবে কি কেউ রোজা রাখার আগে নিয়ত করতে ভুলে গেলে আর রোজা হবে না? নাকি পরে নিয়ত করার সুযোগ রয়েছে?

এ বিষয়ে ইসলামি আইন ও ফেকাহশাস্ত্রবিদদের মতামত হলো—
সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখার সময়সীমা। ফরজ রোজার নিয়ত করার সময়সীমা হলো, দিনের মধ্যভাগ পর্যন্ত। অর্থাৎ দিনের মধ্যভাগের আগ পর্যন্ত নিয়ত করলে তা শুদ্ধ হবে।

আলেমরা বলেন, আরবি দিনের সূচনা হয় সুবহে সাদিক থেকে। তাই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যতটুকু সময় হয়, এর মাঝামাঝি সময়ের আগে রোজার নিয়ত করলেই রোজা রাখা শুদ্ধ হবে।

যেমন যদি সাহরির সময় তথা সুবহে সাদিক শুরু হয় ৫টায়। আর সূর্যাস্ত হয় সন্ধ্যা ৭টায়। তাহলে একদিন হবে ১৪ ঘণ্টায়।

তাই সুবহে সাদিক থেকে ৭ ঘন্টা অতিবাহিত হওয়ার আগে রোজার নিয়ত করতে হবে। কেউ সুবহে সাদিকের সময় রোজার নিয়ত করতে ভুলে গেলে এই সময়ের আগে নিয়ত করলে রোজা রাখা শুদ্ধ হয়ে যাবে।

অর্থাৎ, এই হিসাব মতে দুপুর ১২টার আগে রোজার নিয়ত করলে সেদিনের রোজা রাখা শুদ্ধ হবে। যদি এর পর নিয়ত করে তাহলে শুদ্ধ হবে না। (ফতোয়ায়ে হিন্দিয়া, ১/১৯৫)

উল্লেখ্য, আমাদের দেশে রোজা রাখার জন্য আরবিতে একটি দোয়া পড়া হয়। অনেকে মনে করেন এই দোয়াটি না পড়লে রোজার নিয়ত হবে না। তবে আলেমদের মতে, বাংলায় মনে মনে নিয়ত করলেই হয়ে যাবে। আবার অনেকের মতে রোজা রাখার জন্য শেষ রাতে সাহরি খেতে ওঠা এবং সাহরি খাওয়ার মাধ্যমেই রোজার নিয়ত হয়ে যায়।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ