বিএনএ, মিরসরাই : মিরসরাইয়ে পরিবেশ দূষণের দিয়ে একটি পোল্ট্রি খামার ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে একটি কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ মার্চ) বিকেলে মিরসরাই উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের ০১ নং ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে দূষিত পোল্ট্রি বর্জ্য এবং দূষিত পানি খালে ফেলে পরিবেশ দূষণের দায়ে মামনি পোল্ট্রি ফার্মসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে এসবি সুইটস নামের একটি মিষ্টির কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোঃ মিজানুর রহমান জানান, প্রতিষ্ঠান দুটিকে প্রাথমিক ভাবে জরিমানা করে সতর্ক করা হয়েছে এবং কিছু নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।
Total Viewed and Shared : 115