22 C
আবহাওয়া
৯:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » বেদখলের ৮ বছর পর কয়েক কোটি টাকার সম্পদ ফিরে পেলেন মালিক

বেদখলের ৮ বছর পর কয়েক কোটি টাকার সম্পদ ফিরে পেলেন মালিক


বিএনএ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডে বেদখল হওয়ার ৮ বছর পর মালিককে কয়েক কোটি টাকা মূল্যের সম্পত্তি বুঝিয়ে দিলেন বিজ্ঞ আদালত। বুধবার (১ মার্চ) বিকালে উপজেলার ভাটিয়ারী অক্সিজেন রোড সাগর উপকূলে অবস্থিত জায়গাটি আদালতের নির্দেশে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট স্বশরীরে উপস্থিত হয়ে মালিককে বুঝিয়ে দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১০ সালের দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী অক্সিজেন রোডস্থ সাগর উপকূলবর্তী শিপইয়ার্ডে অবস্থিত জনৈক নুরুল ইসলামের মালিকানাধীন ১৫.৮৪ শতক জায়গা (সোস্যাল ইসলামী ব্যাংক, ভাটিয়ারী শাখায় বন্ধক থাকা) অর্থ ঋণ আদালত নিলামে বিক্রি করে। তা কিনে নেন স্থানীয় ইসমাঈল ষ্টিল এন্টারপ্রাইজ এর এমডি লায়ন মোহাম্মদ ইমরাম। সেই থেকে তিনি জায়গাটিতে শিপব্রেকিংসহ কার্যক্রম পরিচালনা করলেও ২০১৫ সালের একদিন প্রভাব খাটিয়ে তা দখল করে নেন পার্র্শ্ববর্তী ইয়ার্ড মালিকরা। পরবর্তী এ জায়গা ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন মোহাম্মদ ইমরান। সেই থেকে দীর্ঘ ৮ বছর আইনি প্রক্রিয়া শেষে মোহাম্মদ জায়গার মালিকানা বিষয়ে তার পক্ষে রায় পেলে বিজ্ঞ আদালত জায়গাটি প্রকৃত মালিককে বুঝিয়ে দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন। সেই নির্দেশ পেয়ে বুধবার বিজ্ঞ আদালতের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হুছেইন মোহাম্মদ জায়গাটির অবস্থান চিহ্নিত করে তাতে খুঁটি পুঁতে সাইনবোর্ড ও পতাকা দিয়ে জায়গার মালিক আলহাজ্ব মোহাম্মদ ইমরানকে পুনরায় বুঝিয়ে দেন। এসময় আদালতের প্রতিনিধি,কোর্ট পুলিশ, সীতাকুণ্ড থানা পুলিশ, স্থানীয় বিভিন্ন সংবাদকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হুছেইন মোহাম্মদ বলেন, বিজ্ঞ আদালতে জায়গা নিয়ে মামলা চলছিলো। মামলা শেষে আদালত মালিককে জায়গা বুঝিয়ে দিতে নির্দেশ দেন। মূলত এখানে যেন কোন আইন-শৃঙ্খলার অবনতি না হয় সেটি দেখাই আমাদের কাজ।

এদিকে দীর্ঘ ৮ বছর পর বিজ্ঞ আদালতের মাধ্যমে বেদখল হয়ে যাওয়া কোটি কোটি টাকার সম্পত্তি ফেরত পাওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলহাজ্ব মোহাম্মদ ইমরান। তিনি বলেন,এখানে আইনের শাসনের কাছে পেশি শক্তি পরাজিত হয়েছে।

বিএনএনিউজ/সবুজ শর্মা শাকিল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র