24 C
আবহাওয়া
৩:৪৭ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » বায়ুদূষণ: ঢাকায় ৬ যানবাহন ও ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বায়ুদূষণ: ঢাকায় ৬ যানবাহন ও ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বায়ুদূষণ: ঢাকায়

ঢাকা : পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ দূষণের দায়ে ঢাকায় ৬ টি যানবাহনকে ১৬ হাজার ৫ শত টাকা এবং ৫ টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে।

বুধবার(১ মার্চ) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর ও ঢাকা জেলা কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে ঢাকা মহানগরের ইডেন কলেজ ও মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ইডেন কলেজ এলাকায় মানমাত্রাতিরিক্ত হর্ন দ্বারা শব্দদূষণের দায়ে ৬টি যানবাহন হতে মোট ১৬ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। মিরপুর এলাকায় নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ৫ টি প্রতিষ্ঠান হতে মোট ৩৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশপাশে বায়ুদূষণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আগের খবর : দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ