27 C
আবহাওয়া
১১:২৫ অপরাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » ধান ক্ষেতে পড়ে ছিল পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ

ধান ক্ষেতে পড়ে ছিল পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ


বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের সদরে ধান ক্ষেত থেকে মৌসুমী আক্তার (২৫) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ মার্চ) দুপুরে সদর উপজেলার দাপুনিয়া গোষ্ঠা পশ্চিমপাড়া এলাকার ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মৌসুমী আক্তার জেলার মুক্তাগাছা উপজেলার সৈয়দ গ্রামের পুলিশ সদস্য সুজন হাসানের স্ত্রী। সুজন হাসান নারায়ণগঞ্জে পুলিশ সদস্য হিসাবে কর্মরত আছেন।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত মৌসুমী আক্তারের সাথে তার স্বামী সুজন হাসানের পারিবারিক বিরোধ চলে আসছিল। এসব কারণে মৌসুমী তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। গতকাল মঙ্গলবার রাত ৯ টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মৌসুমী। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরে তাকে অনেক খোঁজাখোঁজি করেও মৌসুমীর কোন সন্ধ্যান মেলেনি। ঘটনার দিন বুধবার সকালে সদর উপজেলার দাপুনিয়া এলাকার গোষ্ঠা পশ্চিমপাড়া এলাকার একটি ধান ক্ষেতে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

এদিকে, নিহত মৌসুমীর স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৌসুমীর পরিচয় নিশ্চিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই হারুন অর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে ভিক্টিমকে হত্যার পর এখানে এনে ফেলে রেখে গেছে। তবে, কিভাবে হত্যা করা হয়েছে, তা জানা যায়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ