24 C
আবহাওয়া
১২:৫৫ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ‘দুর্নীতির দায়ে চাকরি গেল ডিএসসিসি প্রকৌশলী’র’

‘দুর্নীতির দায়ে চাকরি গেল ডিএসসিসি প্রকৌশলী’র’

'দুর্নীতির দায়ে চাকরি গেল ডিএসসিসি'র প্রকৌশলী'র'

বিএনএ ডেস্ক, ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহকারী প্রকৌশলী আ হ ম আবদুল্লা হারুনকে চাকরিচ্যুত করা হয়েছে। আর্থিক অনিয়ম ও দুর্নীতির দায়ে এই প্রকৌশলীকে অপসারণ করেছে ডিএসসিসি।

মঙ্গলবার (১ মার্চ) বিকালে ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে প্রকৌশলীকে আবদুল্লা হারুনকে চাকরিচ্যুত করা হয়।

আদেশে বলা হয়েছে, এ কর্মকর্তার নানা কর্মকাণ্ডে প্রতীয়মান হয়েছে, তিনি বিভিন্ন সময়ে অনিয়ম, দুর্নীতি, সিটি করপোরেশন ও জনস্বার্থ বিরোধী কাজে জড়িত ছিলেন। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আর্থিক ক্ষতি ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ জন্য তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারি চাকরি বিধিমালা ২০১৯–এর ৬৪ (২) বিধি অনুসারে জনস্বার্থ ও করপোরেশনের স্বার্থ রক্ষায় চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি কেবল বিধি মোতাবেক ৯০ দিনের বেতন পাবেন।

ডিএসসিসি জানায়, আবদুল্লা হারুন প্রায় ১২ কোটি টাকা আর্থিক অনিয়ম ও দুর্নীতিতে জড়িত।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ