29 C
আবহাওয়া
৯:৩২ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » কুবি রোভার স্কাউটের বার্ষিক তাঁবুবাস শুরু

কুবি রোভার স্কাউটের বার্ষিক তাঁবুবাস শুরু

কুবি রোভার স্কাউটের বার্ষিক তাঁবুবাস শুরু

বিএনএ, কুবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপি বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প শুরু হচ্ছে আজ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে৷ জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে এই ক্যাম্প।

এতে অংশগ্রহণ করবে প্রায় ৬০ জন রোভার। এই ক্যাম্প চলাকালীন রোভারদেরকে স্কাউটিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে সার্বিক বিষয়গুলো সম্পর্কে অবগত করা হবে। ৩ মার্চ তথা ক্যাম্পের শেষের দিন রোভারগণ দীক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে সদস্য স্তরে উন্নীত হবে।এছাড়াও আগামী ২রা মার্চ বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে রোভারদের পরিবেশনায় থাকছে মহা তাঁবু জলসার আয়োজন৷

উল্লেখ্য, রোভার স্কাউটের সিলেবাস অনুযায়ী সর্বোচ্চ অ্যাওয়ার্ড হচ্ছে প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড(পিআরএস)। যা অর্জনের জন্য সিলেবাস ভিত্তিক বিভিন্ন স্তর ও কার্যক্রম সম্পন্ন করতে স্কাউট সদস্যদের। প্রথমদিকে রোভাররা থাকে সহচর স্তরে। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচি ও দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে সদস্য স্তরে উন্নীত হয়।

বিএনএনিউজ২৪.কম/হাবিবুর রহমান হাবিব/এনএএম

Loading


শিরোনাম বিএনএ