বিএনএ, চট্টগ্রাম: অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘বাংলাদেশে যে ফ্যাসিবাদের জায়গা নাই, এটি আমরা সারাদেশ জুড়ে বলতে দিতে চাই। ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে যেন আবার একইভাবে ঐক্যবদ্ধভাবে রাখা যায় তার জন্য আমরা সারাদেশে এই বার্তা দিতে চাই।’
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বোয়ালখালীতে জুলাই অভ্যুত্থানে শহীদ ইঞ্জিনিয়ার মো. ওমর বিন নুরুল আবচারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আদিলুর রহমান খান আরও বলেন, ‘বাংলাদেশে সমস্ত অন্যায় অবিচার শহীদরা তাদের আত্মদানের মাধ্যমে অবসান ঘটিয়েছেন। তা যেন কোনোদিন কখনও ফিরে আসতে না পারে। সমস্ত অত্যাচার অবিচারের যেন পরিসমাপ্তি ঘটে- এই জন্য শহীদদের কাছে আসা। শহীদদের কবর জিয়ারত করা।
এর আগে উপদেষ্টা আদিলুর রহমান খান শহীদ ওমরের ঘরে যান এবং ওমরের মা রুবি আকতারের সাথে দেখা করে সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন যুগ্মসচিব ড. সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী আর্মি ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন মো. জাহিন, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) আরিফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মো. শাকিল, জামায়াত নেতা মো. ইউসুফ ও মো. নাজিম উদ্দিন প্রমুখ।
বিএনএনিউজ/ বাবর মুনাফ