32 C
আবহাওয়া
৮:৫৩ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » দুই আসনেই হারলেন হিরো আলম

দুই আসনেই হারলেন হিরো আলম

দুই আসনেই হারলেন হিরো আলম

বিএনএ, ডেস্ক : আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) দুই আসনের উপ-নির্বাচনে হেরে গেছেন। বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়া-৪ (কাহালু – নন্দীগ্রাম) শূন্য আসনের ১১২টি কেন্দ্রে জাসদ প্রার্থী একেএম রেজাউল করিম তানসেন ২০ হাজার ৪ শত ৫ ভোটে বেসরকারীভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের প্রাপ্ত ভোট ১৯ হাজার ৫ শত ৭১।এ আসনে হিরো আলম মাত্র ৯০৪ ভোটে পরাজিত হয়েছেন।

বগুড়া-৬ সদর আসনে আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু, জাপার নুরুল ইসলাম ওমর, স্বতন্ত্র আব্দুল মান্নানসহ ১১ জন এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদের রেজাউল করিম তানসেন, স্বতন্ত্র কামরুল হাসান জুয়েল, জাপার শাহীন মোস্তফা কামালসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে দুটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেন হিরো আলম।

অন্যদিকে বগুড়া-৬ (সদর) আসনের মোট ১৪৩ কেন্দ্রের মধ্যে ৮৪ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপু নৌকার প্রার্থী পেয়েছেন ৩০ হাজার ১৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দ ট্রাক প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৯৭৫ ভোট। এই আসনে চার হাজার ২৩৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ