30 C
আবহাওয়া
৩:১১ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » স্বজনদের নামে অ্যাকাউন্ট খুলে অর্থ আত্মসাৎ,মামলা

স্বজনদের নামে অ্যাকাউন্ট খুলে অর্থ আত্মসাৎ,মামলা

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড

বিএনএ, ঢাকা:  বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের তিন কোটি ১৮ লাখ ৯১ হাজার ৩০০ টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার আসামিরা হলেন- প্রতিষ্ঠানটির বরখাস্ত হওয়া এক্সিকিউটিভ অফিসার সুষম রুমি খান চৌধুরী ও মো. শাহেদুল হাসান।

সোমবার (১ জানুয়ারি) ঢাকার সমন্বিত জেলা কার্যালয় ১-এ দুদকের সহকারী পরিচালক মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ অফিসার সুষম রুমি খান চৌধুরী ও মো. শাহেদুল হাসান ক্ষমতার অপব্যবহার করে তাদের বন্ধু, প্রতিবেশী এবং পরিচিতজনসহ ২১ জন ব্যক্তির নামের ২২টি ব্যাংক হিসাবের মাধ্যমে তিন কোটি ১৮ লাখ ৯১ হাজার ৩০০ টাকা আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। যে কারণে তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৭৭(এ)/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ