27 C
আবহাওয়া
১১:৩৪ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » সদরঘাটে ময়ূর-৭ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

সদরঘাটে ময়ূর-৭ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে


বিএনএ, ঢাকা: রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ নামক লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (৩০ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার খবর দেয় ফায়ার সার্ভিস। এরআগে, সকাল ১১টার দিকে লঞ্চটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগে। খবর পেয়ে ১১টা ৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর প্লাটুনে দাঁড়ানো ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, আনিসার, নৌ পুলিশ, র‍্যাব ও বিআইডিব্লিউটিএ কাজ করে।

সদরঘাট ওয়্যারহাউজে কর্মরত ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহমুদুল হাসান  জানান, যখন আসি তখন তিন তলার পুরোটাই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। দু’জন লোক বের হতে পারছিলেন না। তাদের সেখান থেকে আমরা উদ্ধার করি। ফায়ার সার্ভিস প্রথমে দোতলায় অবস্থান নিয়ে তিনতলার আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

বিএনএ/এমএফ/এইচ এইচ

Loading


শিরোনাম বিএনএ