29 C
আবহাওয়া
১:১৫ পূর্বাহ্ণ - মে ২৭, ২০২৪
Bnanews24.com
Home » হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত

হামাসের রকেট হামলায় ৩ ইসরায়েলি সেনা নিহত


বিএনএ বিশ্বডেস্ক : গাজার মধ্যবর্তী কেরাম শালোম সীমান্ত ক্রসিংয়ে হামাসের  রকেট হামলায় ইসরায়েলের  তিন সেনা নিহত হয়েছে।  সোমবার (৬ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।  গাজা উপত্যকার ভেতর থেকে হামাসের রকেট হামলার পর ইসরায়েল গাজায় কেরাম শালোম ক্রসিং বন্ধ করে দিয়েছে।

ইসরায়েল বলেছে, রকেট হামলায় তাদের তিন সৈন্য নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড বলেছে, তারা কেরেম শালোম ক্রসিংয়ে হামলা চালিয়েছে এবং স্বল্প-পাল্লার রকেট দিয়ে তারা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্যবস্তু করেছে।

এ দিকে মিশরের মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক বন্দিদের মুক্তির জন্য চুক্তি নিশ্চিত করার লক্ষ্যে দুই দিনব্যাপী আলোচনা করেছে।

এক বিবৃতিতে হামাস বলেছে, সর্বশেষ রাউন্ডের এই আলোচনা রোববার শেষ হয়েছে এবং তাদের প্রতিনিধিদল এখন হামাস নেতৃত্বের সঙ্গে পরামর্শ করতে কায়রো থেকে কাতারে যাবে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস এই মধ্যস্থতা প্রচেষ্টায় জড়িত ছিলেন এবং তিনিও এখন দোহায় আলোচনার জন্য মিশরের রাজধানী ত্যাগ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

যুদ্ধবিরতির এই চুক্তি হলে ৪০ দিনের জন্য যুদ্ধ বন্ধ হবে এবং ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের বন্দিদের সাথে গাজায় আটক বন্দিদের বিনিময় করা হবে। হামাস বলেছে, তারা বর্তমান প্রস্তাবটিকে ‘ইতিবাচক আলোকে’ দেখেছে, তবে মূল পয়েন্ট হচ্ছে- যুদ্ধবিরতি চুক্তি স্থায়ী বা অস্থায়ী কোনটি হবে তা নিয়ে।

বিএনএ/ ওজি/হাসনা

 

Loading


শিরোনাম বিএনএ