27 C
আবহাওয়া
৩:৩৮ অপরাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার বড় স্কোর

৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার বড় স্কোর


বিএনএ, ক্রীড়া ডেস্ক : সিলেটের মতোই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বেশ ভালই রান করছে  শ্রীলঙ্কান ব্যাটাররা।  টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে তিন হাফ সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান তুলেছে লঙ্কানরা।

হাফ সেঞ্চুরি করেছেন দুই ওপেনার নিশান মাদুশঙ্কা, দিমুথ করুণারত্নে এবং ওয়ানডাউনে নামা কুশল মেন্ডিস। এর মধ্যে মেন্ডিস সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হন।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯৬ রানের বিশাল জুটি গড়ে তোলেন দুই লঙ্কান ওপেনার।  প্রথম সেশনে উদ্বোধনী জুটিই ভাঙতে পারেনি টাইগার বোলাররা।

তবে দ্বিতীয় সেশনের শুরুতেই অবশ্য জুটি ভাঙে টাইগাররা। সেশনের শেষদিকে এসে বাংলাদেশ পেয়েছে আরও একটি উইকেট। সবমিলিয়ে দ্বিতীয় সেশনে প্রাপ্তি লঙ্কানদের ২টি উইকেট। ২ উইকেটে ২১৪ রান নিয়ে চা-বিরতিতে যায় শ্রীলঙ্কা। এরপর তৃতীয় সেশনে আরও দুটি উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা।

তৃতীয় সেশনে এসে লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। হাফ সেঞ্চুরি পূরণ করেছেন আগেই। সেঞ্চুরি থেকে ৭ রান দূরে তখন। এমন সময়ই সাকিব আল হাসানের একটি আউট সুইং বলে খোঁচা দিতে গিয়ে ধরা খেলেন তিনি।

১৫০ বলে ৯৩ রান করে আউট হন কুশল মেন্ডিস। শ্রীলঙ্কার রান ছিল তখন ২৬৩। অ্যাঞ্জেলো ম্যাথিউজের সঙ্গে ৫৩ রানের জুটি গড়েছিলেন তিনি। চতুর্থ উইকেটে দিনেশ চান্ডিমালের সঙ্গে ম্যাথিউজের জুটিটা বড় হয়নি। মাত্র ২৬ রানের। পেসার হাসান মাহমুদের বলে মিরাজের হাতে ক্যাচ দেন ম্যাথিউজ।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ