32 C
আবহাওয়া
১২:১৪ অপরাহ্ণ - মে ১৯, ২০২৪
Bnanews24.com
Home » আল জাজিরার অফিসে ইসরায়েলি পুলিশের অভিযান,ভাঙচুর

আল জাজিরার অফিসে ইসরায়েলি পুলিশের অভিযান,ভাঙচুর


বিএনএ ডেস্ক : বন্ধ ঘোষণার পরপরই কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার জেরুজালেম অফিসে অভিযান চালিয়ে ভাঙচুর করেছে ইসরায়েলি পুলিশ। সোমবার (৬ মে) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ।ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়ার পর এ অভিযান চালানো হয়।

এক ভিডিওতে দেখা যায়, সাদা পোশাকের অফিসাররা একটি হোটেল রুমে ক্যামেরার সরঞ্জাম ভাঙছেন। রয়টার্স জানিয়েছে, পূর্ব জেরুজালেমে অবস্থিত ওই হোটেলের রুমটি আল-জাজিরার অফিস হিসেবে ব্যবহৃত হতো ।

আল জাজিরা ইসরায়েলের এ পদক্ষেপকে ‘অপরাধমূলক’ বলে অভিহিত করেছে।

মন্ত্রিসভার সর্বসম্মত ভোটের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোশ্যাল মিডিয়ার এক পোস্টে বলেন, ইসরায়েলে উস্কানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করা হবে।

এ ছাড়া এক বিবৃতিতে আরো বলা হয়, এ পদক্ষেপের মধ্যে ইসরায়েলে আল জাজিরার কার্যালয় বন্ধ, সম্প্রচার সরঞ্জাম বাজেয়াপ্ত, কেবল ও স্যাটেলাইট সংস্থাগুলো থেকে চ্যানেলটি বন্ধ এবং এর ওয়েবসাইটগুলো ব্লক করা অন্তর্ভুক্ত থাকবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ