39 C
আবহাওয়া
৪:২২ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » স্কুলছাত্রীকে পাশবিক নির্যাতন : কীটনাশক পানে মৃত্যু

স্কুলছাত্রীকে পাশবিক নির্যাতন : কীটনাশক পানে মৃত্যু

স্কুলছাত্রীকে পাশবিক নির্যাতন : কীটনাশক পানে মৃত্যু

বিএনএ, ঢাকা: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাজরাকান্দি এলাকায় পাশবিক নির্যাতনের শিকার এক স্কুলছাত্রীর কীটনাশক পানে মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, ওই এলাকার রাব্বিসহ তিন যুবক দুই ঘণ্টা ধরে তাকে পাশবিক নির্যাতন চালায়।

সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিম আক্তার (১৫) ওই শিক্ষার্থী। মিম ওই এলাকার দ্বীপনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

নিহত মিমের মামা রবিউল ইসলাম জানান, গত ২৪ আগস্ট রাত ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয় আমার ভাগ্নি। এ সময় রাব্বিসহ তিন যুবক তাকে মুখ চেপে বাইরে নিয়ে যায়। পরে রাব্বি ২ঘন্ট ধরে তাকে পাশবিক নির্যাতন চালায়। অন্য দুজন এই কাজে তাকে সহযোগিতা করে।

তিনি বলেন, বিষয়টি জানাজানি হলে আমার ভাগ্নি ঘরে থাকা কীটনাশক পান করে। অচেতন অবস্থায় প্রথমে তাকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ নেওয়া হয়। সেখানে অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সকাল ১১টার দিকে আমার ভাগ্নি মারা যায়।র

বিউল ইসলাম আরও বলেন, মারা যাওয়ার আগে মিম আমাদের জানিয়েছে- রাব্বি নামে এক যুবক তাকে নির্যাতন করেছে। সঙ্গে থাকা অন্য দুজনকে সে চিনতে পারেনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ