25 C
আবহাওয়া
১০:৫৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালীতে অটোরিকশা চালক হত্যার ঘটনায় মামলা

বোয়ালখালীতে অটোরিকশা চালক হত্যার ঘটনায় মামলা

বোয়ালখালীতে অটোরিকশা চালক হত্যার ঘটনায় মামলা

বিএনএ, বোয়ালখালী : চট্টগ্রাম বোয়ালখালীতে অটোরিকশা চালক মো. জাবেদ হোসেন (৩৩) হত্যার ঘটনায় মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী ফাতেমা। নিহত জাবেদ উপজেলার পূর্ব চরণদ্বীপ ফজল আলী বাড়ির জাফর আহমদের ছেলে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে বোয়ালখালী থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে তিনি এ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম।

ওইদিন সকালে খবর পেয়ে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বামন খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, এর আগের দিন বুধবার সন্ধ্যায় ঘর থেকে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন জাবেদ। সকালে তার মরদেহ খালে পাওয়া যায়। তবে তার অটোরিকশাটির হদিস মেলেনি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, নিহত অটোরিকশা চালকের মুখমন্ডলে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

অটোরিকশাটির সন্ধান এখনো পাওয়া যায়নি জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, ঠিক কি কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত শেষে জানা যাবে। এখন বিস্তারিত বলা যাচ্ছে না।

বিএনএনিউজ/বাবর মুনাফ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ