18 C
আবহাওয়া
৪:৩৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১২, ২০২৩
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় প্রাণহানি ১, আক্রান্ত আরও ১৫৪

চট্টগ্রামে করোনায় প্রাণহানি ১, আক্রান্ত আরও ১৫৪


বিএনএ, চট্টগ্রাম : গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১হাজার ৫৯৪টি নমুনা পরীক্ষায় ১৫৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরে ১৩৯ জন এবং উপজেলায় ১৫ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ২৯ হাজার ৮৭৯ জন। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে।  সোমবার (২৮ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১১৭টি নমুনা পরীক্ষায় ৩২ জন,  বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৮০০টি নমুনা পরীক্ষায় ৩০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ল্যাবে ২৭৯টি নমুনা পরীক্ষায় ৮ জন,  চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৮টি নমুনা পরীক্ষায় ৫ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৭টি নমুনা পরীক্ষায় ৩১ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৩টি নমুনা পরীক্ষায় ২৬ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষায়১০ জন ও জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩২টি নমুনা পরীক্ষায় ১২জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮৭টি নমুনা পরীক্ষা কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় ১৫৪জন বেড়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা এখন ২৯ হাজার ৮৭৯ জন। এর মধ্যে নগরে ২৩ হাজার ৮০জন এবং বিভিন্ন উপজেলায় ৬ হাজার ৭৯৯জন। একই সময় একজনের মৃত্যুর হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা এখন ৩৫৫জন।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ