31 C
আবহাওয়া
১১:০৭ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন ৪ জানুয়ারি

মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন ৪ জানুয়ারি

মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন ৪ জানুয়ারি

বিএনএ, ঢাকা (আদালত প্রতিবেদক): রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২০২৩ সালের ৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২৮ আগস্ট) ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস এ দিন ধার্য করেন।

এদিন এ মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। তবে মামলার আসামিদের মধ্যে তিন জন মারা গেলেও এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি। যে কারণে আদালত অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ জানুয়ারি সকাল ১০টা ১০ মিনিটে দেশব্যাপী অবরোধ চলাকালে রাজধানীর পল্টন এলাকায় বিএনপির একদল নেতাকর্মী মিছিল বের করে। একপর্যায়ে তারা কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ বাদী হয়ে ফখরুলসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই দেওয়ান উজ্জল হোসেন ফখরুলসহ ৫৯ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।

বিএনএ নিউজ/এসবি, ওজি

Loading


শিরোনাম বিএনএ