33 C
আবহাওয়া
১:০৩ পূর্বাহ্ণ - জুন ৭, ২০২৩
Bnanews24.com
Home » সোহেল চৌধুরী হত্যা মামলা: দুই যুগ পর সাক্ষ্য গ্রহণ শুরু

সোহেল চৌধুরী হত্যা মামলা: দুই যুগ পর সাক্ষ্য গ্রহণ শুরু

সোহেল চৌধুরী হত্যা মামলা: দুই যুগ পর সাক্ষ্য গ্রহণ শুরু

বিএনএ ডেস্ক: চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের প্রায় ২৪ বছর পর হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

রোববার (২৮ আগস্ট) মামলার বাদী সোহেল চৌধুরীর ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী সাক্ষ্য দিয়েছেন। তিনি আদালতের কাছে ন্যায়বিচার চেয়েছেন।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক জাকির হোসেন এই সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন। এ তথ্য জানিয়েছেন আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ শামসুল হক।

শামসুল হক জানান, বিচারক সাক্ষী তৌহিদুলের জবানবন্দি রেকর্ড করেছেন। পরে বাদীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী।

এ মামলার শুনানির জন্য কারাগার থেকে মামলার আসামি আশীষ রায় চৌধুরী, সানজিদুল ইসলাম ইমন ও তারিক সাঈদ মামুনকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা আসামি ফারুক আব্বাসীও আজ আদালতে হাজির হন।

১৬ বছর আগে ঢাকা মহানগরের পিপি দপ্তর থেকে সোহেল চৌধুরী হত্যা মামলার তদন্তের নথিপত্র কেস ডকেট (সিডি) নিয়ে যান পুলিশের তৎকালীন পরিদর্শক ফরিদ উদ্দিন। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান মেলে। তিনি আগেই অবসরে গেছেন। তবে হত্যা মামলার সিডি আজও আদালতে উপস্থাপন করা হয়নি।

১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর গভীর রাতে বনানীর ট্রামস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়।

বিএনএ/এ আর

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ