27 C
আবহাওয়া
১০:০৭ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৫
Bnanews24.com
Home » শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার

শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেপ্তার


বিএনএ, ঢাকা: শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী আজিজুর রহমান আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) রাতে দর্শনা সীমান্ত থেকে ইমিগ্রেশন পুলিশ ও দর্শনা থানা পুলিশ তাকে আটক করে।

সোমবার (২৭ অক্টোবর) তেজগাঁও ডিবি বিভাগের উপ-পুলিশ কমিশনার রাকিব খান এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় থানা পুলিশের সহায়তায় আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজির এক মামলায় সোমবার তাকে আদালতে উপস্থাপন করা হবে।

সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন ধরে আজিজুর রহমান পালিয়ে ছিলেন। রোববার রাতে তিনি দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট, জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে অর্ধ-ডজনের বেশি মামলা রয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চাঁদাবাজির এক মামলায় তিনি অভিযুক্ত। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখাবে ডিবি পুলিশ। বর্তমানে মামলাটির তদন্ত করছে গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ