35 C
আবহাওয়া
১০:১৩ অপরাহ্ণ - জুন ২, ২০২৩
Bnanews24.com
Home » বজ্রপাতে প্রাণ গেল শ্বশুর-জামাইয়ের

বজ্রপাতে প্রাণ গেল শ্বশুর-জামাইয়ের

বজ্রপাতে প্রাণ গেল শ্বশুর-জামাইয়ের

বিএনএ, বরিশাল : বরিশালের মেহেন্দিগঞ্জে নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে শ্বশুর-জামাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মার্চ) ভোরে উপজেলার গজারিয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামের মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে শহিদ বিশ্বাস (৬৯) ও তার মেয়ের জামাই মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের বাজিদ খাঁ গ্রামের শহিদ ব্যাপারীর ছেলে রাসেল ব্যাপারী (৩২)।

জানা গেছে, রোববার (২৬ মার্চ) তারাবির নামাজ আদায় করে শ্বশুর-জামাই গজারিয়া নদীতে মাছ শিকার করতে যান। রাতে বজ্রপাতে তাদের দুইজনই মারা যান।

হিজলা নৌ ফাঁড়ির ইনচার্জ মজিবর রহমান বলেন, ভোরের দিকে নৌকায় শ্বশুর শহিদ বিশ্বাসের ঝলসানো মর‌দেহ পেয়েছেন অন্য জেলেরা। আর সকালে নদীতে অন্য জেলেদের জালে জামাই রাসেলের মর‌দেহ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নদীতে মাছ শিকারে গিয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় উভয়ের মর‌দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ