28 C
আবহাওয়া
৬:৪৪ পূর্বাহ্ণ - জুন ৯, ২০২৩
Bnanews24.com
Home » হিমাচলে ভূমিধসে ৯ জনের মৃত্যু

হিমাচলে ভূমিধসে ৯ জনের মৃত্যু

হিমাচলে ভূমিধসে মৃত্যু

বিএনএ ডেস্ক :ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে।স্থানীয় সময় রোববার হিমাচলের কিন্নর জেলার বাদসেরি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। ওই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, নিহতরা দিল্লি এবং ভারতের বিভিন্ন স্থান থেকে হিমাচলে ঘুরতে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যকমে তাদের প্রাণ হারাতে হলো। ভূমিধসে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, পাহাড় থেকে গড়িয়ে বড় বড় পাথর নিচে একটি সেতুর ওপর আছড়ে পড়ছে। এতে সেতুটি ভেঙ্গে নদীতে পড়ে যায়। পাথরের আঘাতে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, কয়েকদিনের ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র, মুম্বাই ও গোয়া। মহারাষ্ট্রে বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ১৩৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বিএনএ/ওজি

Total Viewed and Shared : 19 


শিরোনাম বিএনএ