27 C
আবহাওয়া
৭:২৪ পূর্বাহ্ণ - মে ২৯, ২০২৩
Bnanews24.com
Home » ডিএসই সংবাদ: প্রাইম ব্যাংকের আয় বেড়েছে ২২৯শতাংশ

ডিএসই সংবাদ: প্রাইম ব্যাংকের আয় বেড়েছে ২২৯শতাংশ

প্রাইম ব্যাংক

বিএনএ ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেড চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিক শেষে ছয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় বেড়েছে ২২৯ শতাংশ।পুঁজিবাজারে কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, চলতি হিসাব বছরের অর্থাৎ ২০২০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৮১ পয়সা, এককভাবে ইপিএস হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৫৫ পয়সা এবং এককভাবে ইপিএস হয়েছিল ৬২ পয়সা।
আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় বেড়েছে ১ টাকা ২৬ পয়সা বা ২২৯ শতাংশ এবং এককভাবে আয় বেড়েছে ১ টাকা ১৭ পয়সা বা ১৮৮ শতাংশ।

এদিকে, শুধু দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল থেকে জুন পর্যন্ত ৩ মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৭ পয়সা, এককভাবে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৯ পয়সা, এককভাবে ১৩ পয়সা।

গত ৩০ জুন শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ১৮ পয়সা।

বিএনএ নিউজ/ এসবি,  ওজি

Total Viewed and Shared : 16 


শিরোনাম বিএনএ