23 C
আবহাওয়া
৭:২৫ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » মন্ত্রিসভার বৈঠকে সশরীরে অংশ নিলেন প্রধানমন্ত্রী

মন্ত্রিসভার বৈঠকে সশরীরে অংশ নিলেন প্রধানমন্ত্রী

মন্ত্রিসভার বৈঠকে সশরীরে অংশ নিলেন প্রধানমন্ত্রী

বিএনএ,ঢাকা: দীর্ঘ ১০ মাস পর মন্ত্রিসভার বৈঠকে সশরীরে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৫ জানুয়ারি)জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।এতে স্বাস্থ্যবিধি মেনে ছয়জন মন্ত্রী ও ছয়জন সচিব অংশ নিয়েছেন।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মন্ত্রিসভা বৈঠক অধিশাখা) মনিরা বেগম।তিনি বলেন,করোনা ভাইরাস মহামারির মধ্যে দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী সশরীরে মন্ত্রিসভা বৈঠকে অংশ নিয়েছেন।

সবশেষ গত বছরের ৬ এপ্রিল সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণভবনে মন্ত্রিসভার শেষ বৈঠক হয়েছিল।ওই বৈঠকেও কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিব অংশ নিয়েছিলেন।এরপর ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত থেকেই মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব করেছেন তিনি।কিন্তু দীর্ঘ সময় পর মন্ত্রিসভার বৈঠকে সশরীরে উপস্থিত হয়ে সভাপতিত্ব করলেন সরকার প্রধান।

এদিকে, বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, নিবন্ধন ছাড়া কেউ পর্যটকদের ট্যুর গাইড হতে পারবে না, এমন বিধান রেখে বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইন-২০২১ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।এছাড়া বৈঠকে জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালার খসড়া অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ